Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইডেনের অধ্যাপক আলী হোসেন হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:৩৬ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিক (৬৮) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- গৃহকর্মী সায়েদ ফকির ওরফে সাইফুল এবং মো. সুজন।

বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি এছাড়া গাড়িচালক মাসুদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ভাষানটেক থানাধীন বনানী ডিওএইচএস’র দুই নম্বর রোডের ৫৩/এ চতুর্থতলায় সৈয়দ গ্রুপের অফিসে আলী হোসেনকে হত্যা করা হয়। ২০১৬ সালের ১১ অক্টোবর এ ঘটনা ঘটে।

তিনি ওই অফিসের জেনারেল ম্যানেজার ছিলেন। ঘটনার পর নিহতের ছেলে মো. সিয়াম মালিক আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। তদন্তকালে সাজাপ্রাপ্ত দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৭ সালের ১১ জুন আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত। এ মামলায় মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

Bootstrap Image Preview