Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে নসিমন ও অটোরিক্সার সংঘর্ষ, নিহত ১

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:১৫ PM

bdmorning Image Preview


ভোলার দৌলতখানে ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে গাছ বোঝাই নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিরাজ নামে এক যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে ৪টায় দৌলতখান পায়ার সার্ভিস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ দোলতখান পৌরসভা ৮ নং ওয়ার্ডের ভোটেরঘর এলাকার কালু মাজির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার স্বজরা জানায়, নিহত মিরাজ দৌলতখান থেকে অটোরিকশাযোগে ভোলায় যাচ্ছিলেন। দৌলত ফায়ার সার্ভিস নামক স্থানে আসলে দৌলতখানমুখি একটি গাছবোঝাই নসিমন এসে অটোরিকশাকে মেড়ে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিরাজের।  

এসময় নসিমন ও অটোরিকশার ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত মিরাজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে নসিমন এবং অটোরিকশা আটক করে দৌলতখান থানায় আনা হলেও আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। অতিদ্রুত ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। 

Bootstrap Image Preview