Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদী-১: বিএনপি প্রার্থী খোকনকে কারাগারে প্রেরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৫:২৬ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৫:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশেষ নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় নরসিংদী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবীর খোকনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার খোকনের আইনজীবী আদালতে জামিন চেয়ে আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক মো. আতাউল্লাহ।

নরসিংদীতে গাড়ি পোড়ানোর মামলায় জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে হাজির করা হয়। সে সময় ওই মামলায় তার আইনজীবীরা জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

খায়রুল কবির খোকনের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া বলেন,‘চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিশেষ নিরাপত্তা আইনের একটি মামলায় ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করা হয়েছিল। সেখানে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নাম না থাকলেও ২৫ নভেম্বর ২৭৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয় পুলিশ।আজ ওই মামলায় খোকনসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালত দুইজনের জামিন মঞ্জুর করলেও খোকনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া আরও বলেন,‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে খায়রুল কবীর খোকনের বিরুদ্ধে মিথ্যা এ গায়েবি মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারের কোথাও তার নাম ছিল না। যেহেতু নির্বাচনে অংশ নেবেন সেহেতু তিনি এ মামলায় জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করেন।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ মার্চ সকালে হরতাল চলাকালীন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার চৈতাব নামক এলাকায় চলন্ত একটি ট্রাকে পেট্রল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনায় পরের দিন পুলিশ বাদী হয়ে খায়রুল কবির খোকনকে ১ নম্বর আসামি করে সন্ত্রাস দমন আইনে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করে।

Bootstrap Image Preview