Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেওয়ারিশ কুকুর-বিড়াল রফতানি করবে মিসর,সালাহ’র প্রতিবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৫:১৬ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৫:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বেওয়ারিশ কুকুর-বিড়াল রফতানি করবে মিসর। মিসরের রাস্তায় কুকুর-বিড়ালের সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সরকারের এমন সিদ্ধান্ত।

সম্প্রতি দেশটির নাগরিকদের একাংশ থেকে রাস্তার এসব কুকুর-বিড়ালের বিরক্ত থেকে বাঁচতে আবেদন জানানো হয়েছি। সে লক্ষ্যেই মিসরীয় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

তবে সরকারের এই সিদ্ধান্তে প্রতিবাদ করেছেন মরুভূমির মেসিখ্যাত দেশটির জনপ্রিয় ফুটবল তারকা মোহামেদ সালাহ।

সালাহসহ দেশটির প্রাণি অধিকার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করতে অনুরোধ করেছে সরকারকে।

সালাহর মতে, মানুষ না হোক প্রাণিদের অধিকার কোনোভাবেই সরকার লঙ্ঘন করতে পারে না।

নিজের পোষা দুটো সিয়ামিজ বিড়ালের ছবি টুইটারে পোস্ট করেছেন সালাহ।

'নো টু অ্যানিমেল রাইটস ভায়োলেশন' হ্যাশট্যাগ দিয়ে সালাহ টুইটে লিখেছেন, বিড়াল-কুকুর কোথাও রফতানি করা যাবে না। এটা হয় না- হতেও পারে না।

অনেকে আবার সালাহর বিপক্ষে রিটুইট করেছেন, আগে মানবাধিকার। তার পর প্রাণী অধিকারের প্রসঙ্গ আসবে।

তবে এ বিষয়ে মিসরের কৃষি ও পশু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নাগরিক জীবন নিরাপদ রাখতে বেওয়ারিশ পশুদের সংখ্যা নিয়ন্ত্রণে আনতেই মিসর সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। জনগণের চাওয়াকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

তবে অন্যসব উপায় থেকে রাস্তার প্রায় চার হাজার কুকুর-বিড়াল বিদেশে রফতানি করাটাই সর্বত্তোম বলে দাবি করেছেন মিসরীয় সরকার।

এসব পশুর জন্মনিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নিতে বারবার আবেদন করছিল সচেতন জনগণ। এ সিদ্ধান্ত তারই প্রতিফলন।

মিসরের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২ হাজার ৪০০ বিড়াল ও ১ হাজার ৬০০ কুকুরের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রক্রিয়াকরণ করার পর রফতানি করা হবে।

তবে কোন কোন দেশে আর কবে এসব প্রাণীদের পাঠানো হবে, তা নিয়ে কোনো তথ্য দেয়নি দেশটির সরকার।

এ প্রসঙ্গে লিভারপুল স্ট্রাইকার সালাহর মতে, মিসরের বেওয়ারিশ কুকুর-বিড়ালকে অন্য দেশে খাদ্য হিসাবে পাঠানো হচ্ছে।

Bootstrap Image Preview