Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

 সিরাজগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৪৭ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার বেলা ১২টা সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডায় ও রাতে সয়দাবাদে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, আজ বেলা ১২টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কড্ডায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশে একটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আরো ৪ নারীকে মৃত ঘোষনা করে।

অপর দিকে রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এক ট্রাক চালক ও এক হেলপাড় নিহত হয়।

Bootstrap Image Preview