Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমিউনিস্টদের নির্মূলে ডেথ স্কোয়াড গঠনের পরিকল্পনা দুতার্তের

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৪৭ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এবার সন্দেহভাজন কমিউনিস্ট বিদ্রোহীর দমনে লক্ষ্যস্থির করেছেন। তাদের নির্মূলে ‘ডেথ স্কোয়াড’ গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগে গতকাল বুধবার মানবাধিকার গ্রুপগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, দুতার্তের নতুন এই দেশের মানবাধিকার পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়বে।

মানবাধিকার সংস্থাগুলো বলেছে, মাদকের বিরুদ্ধ লড়াইয়ে এরই মধ্যে ডেথ স্কোয়াডগুলো ভয়ংকর পরিবেশ তৈরি করেছে। নতুন করে এই বাহিনী সৃষ্টিতে অবস্থা আরো নাজুক হবে। পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে তাদের হাতে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি এই নিহতের সংখ্যা অন্তত তিন গুণ বেশি হবে। হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুতার্তের এই ঘোষণা বিদ্রোহী, বামপন্থী, বেসামরিক নাগরিক এবং সরকারের সমালোচকদের নির্বিচারে আটকের অধিকার দেবে। তাঁর এই ঘোষণা ফিলিপাইনের অবস্থা আরো নাজুক করে তুলবে।’

৫০ বছর ধরে কমিউনিস্ট বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিপাইন। পূর্ববর্তী সরকারের মতো দুতার্তেও প্রথমে কমিউনিস্টদের সঙ্গে শান্তি আলোচনা করেছিলেন। কিন্তু গত বছর সেনা ও পুলিশ সদস্যদের ওপর ভয়াবহ হামলার পর সে আলোচনা বাতিল হয়ে যায়। কমিউনিস্টদের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর দুতার্তে কমিউনিস্ট পার্টি অব দ্য ফিলিপাইনস এবং ৩৮০ সদস্যের সশস্ত্র শাখা নিউ পিপলস আর্মিকে (এনপিএ) সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন। মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট দুতার্তে তাঁর ভাষণে কমিউনিস্ট বিদ্রোহীদের দমনে ‘স্প্যারো ইউনিট’ নামে বাহিনী গঠনের কথা বলেন। তিনি বলেন, ‘আমি নিজের একটা বাহিনীর অভাব বোধ করছি। এ কারণে কমিউনিস্টরা এখনো মাথাচাড়া দিচ্ছে। সুতরাং আমি নিজের একটা স্প্যারো বাহিনী তৈরি করব।’

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা গতকাল বুধবার জানান, তাঁরা এই বাহিনীর পরিকল্পনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করবেন। কে এটা পরিচালনা করবে, কে এটা দেখাশোনা করবে এবং কারা এর লক্ষ্যবস্তু হবে, তা নিয়ে কাজ করবেন। এই আইন অপব্যবহারের বড় বিপদ রয়েছে বলেও তিনি জানান।

দুর্তাতের এই পরিকল্পনায় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হোসে মারিয়া সিসন এবিএস-সিবিএন টেলিভিশনকে বলেন, শুধু ১৯৭০ ও ১৯৮০ দশকের দিকে স্প্যারো ইউনিটের অস্তিত্ব ছিল। দুতার্তে তাঁর একাধিক ডেথ স্কোয়াডের কার্যকারিতা প্রমাণে অনেক স্প্যারো ইউনিট তৈরি করছেন, যা অবৈধ।

Bootstrap Image Preview