Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দলে লিটনের অন্তর্ভুক্তির কারণ পরিষ্কার করলেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৩৭ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


আগামীকাল ৩০ নভেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। গতকাল বুধবার ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিকুর রহিম। তার বিকল্প হিসেবে আজ দলে ডাকা হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসকে। যা মিরপুর টেস্টে মুশফিকের খেলাকে কিছুটা শঙ্কার মধ্যে থেকে পড়ে গেলো বলে মনে করা হচ্ছে। তবে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আশা রাখেন আগামীকাল একাদশে থাকবেন মুশফিক।

মিরপুর টেস্ট শুরুর আগে আজ শেষ বারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। সে সময় আলোচনার এক প্রসঙ্গে লিটনের দলে যুক্ত হওয়ার প্রসঙ্গ উঠে আসে। সে সময় সাকিব জানান মুশফিকের ব্যাকআপ হিসেবে দলে এসেছেন লিটন দাস। 

সাকিবের ভাষ্য মতে, 'হ্যাঁ! ব্যাক আপ হিসেবে আনা হচ্ছে লিটনকে। কারণ কোনো কারণে যদি হাতের ব্যথাটা বাড়ে কিংবা ফোলা থাকে অথবা ওইরকম কোন অসুবিধা হয়, তাহলে আমাদের ব্যাক আপ প্ল্যানটা যেন ঠিক থাকে। এ কারণেই মূলত লিটনকে আনা। তবে এখনও পর্যন্ত আমি যতটুক জানি যে মুশফিক ভাই খেলবেন এবং দুইটাই (কিপিং, ব্যাটিং) করবেন।'

এদিকে মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন করা হলে সাকিব জানান, ‘আসলে উইকেট দেখে সবসময় অনুমান করা যায় না। এটা পৃথিবীর কোন উইকেটই যায় না। বলতে পারবে এরকম হতে পারে, কিন্তু কেউ বলতে পারবে না এরকমই হবে। মিরপুরের উইকেটও সেদিক থেকে একই রকম। সুতরাং যখন খেলাটা শুরু হবে তখন গেলে বোঝা যাবে। আরেকটা জিনিস হচ্ছে টেস্ট ম্যাচ পাঁচ দিনের খেলা। প্রতিদিন উইকেট পরিবর্তন হয়, প্রতি সেশনে উইকেট পরিবর্তন হয়।আসলে কোন নির্দিষ্ট পরিকল্পনা মাথায় নিয়ে না খেলাই উচিত। খোলা মন থাকলে বরং টিমের জন্য ভালো।’

Bootstrap Image Preview