Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে কমিউনিটি পুলিশিং সমাবেশ 

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি 
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০২:৩৬ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০২:৩৬ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকালে সুন্দরবন সংলগ্ন ইউপি বুড়িগোয়ালিনীর আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।

সমাবেশে তিনি তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলা ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে পরিচিতি রয়েছে। কিন্ত কিছু লোক তাদের কুকর্মের দ্বারা বদনাম রটিয়েছে।যারা এ সমস্ত করেছে তারা তাদের প্রাপ্য পেয়েছে। কেউ কোন প্রকার অরাজকতা সৃষ্টি করলে পুলিশকে জানানোর জন্য তিনি বলেন। এছাড়া প্রশাসনকে ব্যবহার করে কেউ সাধারণ মানুষকে হয়রানী করলে তিনি তাকে জানানোর জন্য বলেন।

উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি শিল্পী রানী মৃধার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার,সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল জামিলুর রহমান,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম,বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল প্রমুখ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তদন্ত আনিচুর রহমান মোল্যা প্রমুখ।

Bootstrap Image Preview