Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনুশীলন শুরু করেছেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১১:৫২ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১১:৫২ AM

bdmorning Image Preview


ক্যারিবীয়দের বিপক্ষে শুক্রবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে বুধবার থেকে মিরপুর টেস্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করে বাংলাদেশ দল। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়রা এদিন সকাল ৯টায় থেকে মিরপুরের একাডেমী মাঠে অনুশীলন করেন। তাদের সাথে জাতীয় স্টেডিয়ামের জিমনেশিয়ামে ঘাম ঝড়ালেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিন সকাল ৯টা থেকে অনুশীলন করে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত টাইগার সদস্যরা। এরপর দুপুরের দিকে আসে উইন্ডিজ। এ দুই দলের অনুশীলন শেষে ৩টার পর মিরপুরে আসেন মাশরাফি। সরাসরি চলে যান জিমনেশিয়ামে। সেখানে প্রায় ঘণ্টা খানেক নীরব অনুশীলন করেন নড়াইল এক্সপ্রেস। প্রথম দিনে ফিটনেস নিয়েই কাজ করলেন তিনি।

অনুশীলনে শেষে ঘুরে দেখেন শের-ই-বাংলার সেন্টার উইকেটও। অনেক্ষণ মাঠে থাকলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি টাইগার অধিনায়ক। ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে উইন্ডিজ সিরিজ শেষ না হওয়া পর্যন্ত আপাতত ক্রিকেটেই থাকছেন অধিনায়ক।

টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ৯ ডিসেম্বর। ১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১৪ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। 

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসনে নির্বাচন করবেন মাশরাফি। এর জন্য এর মধ্যেই প্রচারনার কাজ শুরু করেছিলেন তিনি। তবে নির্বাচনের জন্য ওয়ানডে সিরিজে মাশরাফির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে মাশরাফির ক’দিন আগে ফেসবুকে দেওয়া বিবৃতিতে পরিস্কার করেছেন, বিশ্বকাপের কোনো কিছুর সঙ্গে আপস করতে চান না তিনি। ক্রিকেটটাই তার কাছে সবার আগে। 

Bootstrap Image Preview