Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ দিনে দিনাজপুরে নারীসহ ৫৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 জাকির হোসেন, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১১:৩৫ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১১:৩৫ AM

bdmorning Image Preview


দিনাজপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বুধবার (২৮ নভেম্বর) দুই মন্ত্রী, এক হুইপ, এক নারী প্রার্থীসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের মোট ৫৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র জমাদানকারী দুই মন্ত্রীর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। হুইপ ইকবালুর রহিম এমপি। তবে দিনাজপুর-৬ আসনে একমাত্র নারী প্রার্থী শাহিদা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান জানান, জেলার ৬টি আসনে মোট ৫৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, বিএনপির প্রার্থী মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ হানিফ, মো. মঞ্জুরুল ইসলাম, মামুনুর রশিদ চৌধুরী, জাগপার মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. আব্দুল হক, জাতীয় পার্টির মাহবুব আলম ও মো. শাহিনুর ইসলাম, মুসলিম লীগের সৈয়দ মঞ্জুরউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. আরিফুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী রঞ্জিত মূরমু ও মো. পারভেজ হোসেন।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ডা. মানবেন্দ্র রায়, বিএনপির মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাবিবুর রহমান, জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের মো. এরশাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. মোকারম হোসেন।

দিনাজপুর-৩ (সদর) আসনে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের ইকবালুর রহিম, বিএনপির মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও মো. মোফাজ্জল হোসেন দুলাল, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির বদিউজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. খাইরুজ্জামান, বিকল্প ধারা বাংলাদেশ’র মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সৈয়দ মাহমুদ উল করিম ও মো. রাইসুল ইসলাম।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিএনপির মো.  আক্তারুজ্জামান মিঞা ও হাফিজুর রহমান সরকার, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. রেয়াজুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোজাফ্ফর হোসেন, জাতীয় পার্টির মো. মোনাজাত চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. মিজানুর রহমান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মো. সাজেদুল আলম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ আলী।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) ) আসনে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বিএনপির এজেডএম রেজওয়ানুল হক, এসএম জাকারিয়া বাচ্চু, জাতীয় পার্টির সোলায়মান সামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. মতিউর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের মো. শফিকুল ইসলাম, পিপলস্ পার্টির শওকত আলী ও স্বতন্ত্র প্রার্থী মনসুর আলী সরকার।

দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-রিবামপুর-হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের শিবলী সাদিক, বিএনপির মো. লুৎফর রহমান মিন্টু, মো. আনোয়ারুল ইসলাম, মো. শাখাওয়াত হোসেন শিল্পী, শাহিনুর ইসলাম, জেলা জাতীয় পার্টির মো. দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নুর আলম সিদ্দিক, গণফোরামের মো. নুরুন নবী মন্ডল, ওয়ার্কার্স পার্টির রবিন্দ্র নাথ সরেন, ন্যাপের কাজী আবু জাফর মুহম্মদ লুৎফুর রহমান চৌধুরী, ন্যাশনাল পিপলস্ পার্টির শাহিদা খাতুন ও স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান এবং মো. আজিজুল হক চৌধুরী।

উল্লেখ্য, এবারে দিনাজপুর জেলার ৬টি আসনে ৭৯১টি কেন্দ্রে মোট ২২ লাখ ৬ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১  লাখ ৬ হাজার ৮৬ জন ও মহিলা ভোটার ১১ লাখ ৩৫৪ জন।

Bootstrap Image Preview