Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১১:২৯ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১১:২৯ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। সকাল থেকে সারাদেশে ৩০০ রিটার্নিং এবং ৫৮১ সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতরে মনোনয়ন জমা দেন বিভিন্ন দলের প্রার্থীরা। আর শেষ দিনে পটুয়াখালীতে ৩৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা তারা হলেন:

পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো.শাহজাহান মিয়া,বিএনপির সুরাইয়া চৌধুরী,ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরীসহ ১২ জন মনোনয় পত্র জমা দিয়েছেন।

পটুয়াখালী-২(বাউফল) সংসদীয় আসনে জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম. ফিরোজ, কৃষক লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক খন্দকার শাসমুল হক রেজা,বিএনপির প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার, সালমা আলম এবং মূহম্মদ মূনির হোসেনসহ ১০ জন মনোনয়ন পত্র জমা দেন।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা)আসনে আওয়ামী লীগের প্রার্থী এসএম শাহাজাদা,বিএনপির হাসান মামুন,শাহজাহান খান ও গোলাম মাওলা রনি,জাপার সাইফুল ইসলামসহ ৭ জন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি মো. মহিববুর রহমান, বিএনপি এবিএম মোশাররফ হোসেন ও মো. মনিরুজ্জামান জাপার মো. আনোয়ার হোসেন হাওলাদারসহ ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

Bootstrap Image Preview