Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১১:১৯ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১১:১৯ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে দাবানল মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে অঞ্চলটির ঘর-বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার হাজার হাজার বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দিয়েছে কতৃপক্ষ। এই প্রথম রাজ্যটিতে দাবানল বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

বর্তমানে কুইন্সল্যান্ডজুড়ে ১৩০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। এগুলো তীব্র বাতাস, তাপ এবং শুকনো গাছপালার কারণে আরও মারাত্মক আকার ধারণ করছে।

এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক মনে করা হচ্ছে গ্রেসমেয়ার শহরের দিকে অগ্রসরমান দাবানলটিকে। এ সম্পর্কে এনাস্তাসিয়া প্যালাজজুক নামের এক কর্মকর্তা জানান, আমরা জীবনে কখনও এই পরিস্থিতির মুখোমুখি হইনি। এর আগে আমাদের কখনও এই ভয়াবহতার সম্মুখীন হতে হয়নি।

দাবানল ছড়িয়ে পড়ায় বেশকিছু ঘর-বাড়ি পুড়ে গেছে। এতে ৩০টিরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গ্রেসমেয়ার ও এর আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের পার্শ্ববর্তী রকহামটন শহরে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত সপ্তাহে দাবানলে ক্ষতিগ্রস্ত হয় পাশের রাজ্য নিউ সাউথ ওয়েলস। বর্তমানে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে খরা চলছে।

Bootstrap Image Preview