Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নগরশূন্য করে বিশ্বনেতাদের নিরাপত্তা দেবে আর্জেন্টিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১১:১৪ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১১:১৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে শুক্রবার থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। সে উপলক্ষে শহরটিতে আজ বৃহস্পতিবারই একে একে পৌঁছবেন বিশ্বের বৃহত্তম অর্থনীতির ২০টি দেশের রাষ্ট্রপ্রধান। ইতিমধ্যে পৌঁছে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বিশ্বনেতাদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে বিরাট প্রস্তুতি শুরু করেছে দেশটির সরকার।

নিরাপত্তায় যাতে কোনো ফাঁক না থাকে সে লক্ষ্যে বুয়েন্স আয়ার্সকে নাগরিকশূন্য করে ফেলার উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার। নির্দেশ দেয়া হয়েছে- শুক্রবার সূর্য ওঠার আগেই রাজধানী ছাড়ার। তবে সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েছে সম্মেলনবিরোধী অন্তত ৩৩টি সংগঠন।

বৃহস্পতিবার নেতারা পৌঁছামাত্র তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে তারা। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে দাঙ্গাও বেধে যেতে পারে বলে জোর ধারণা করা হচ্ছে। বুধবার দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জি-২০ সম্মেলন ঘিরে বিশাল নিরাপত্তাযজ্ঞ শুরু করেছে আর্জেন্টিনা। এক্ষেত্রে ল্যাটিন দেশটিকে সার্বিক সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়াসহ সদস্য দেশগুলো। মোতায়েন করা হয়েছে ২২ হাজারের বেশি পুলিশ নিরাপত্তারক্ষী। সম্মেলনের দিনগুলোতে রাজধানীতে বেসরকারি বিমান চলাচল বন্ধ থাকবে।

ট্রেন ও বাসসহ বন্ধ থাকবে সব গণপরিবহন। এছাড়া শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে কয়েক কিলোমিটার পরপরই সৃষ্টি করা হয়েছে ‘নো গো জোন’। বুয়েন্স আয়ার্স শহরে ১ কোটি ২০ লাখ নাগরিকের বাস।

নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ দিয়ে নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিস বলেন, ‘সম্মেলনকালে শহরে জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কোনো দাঙ্গার আগেই নাগরিকদের ছুটি কাটানোর পরামর্শ দেয়া হল।’

বৃহস্পতিবার বিমানের বিশাল বহর নিয়ে সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা।

অনেক গাড়ি আর মার্কিন প্রতিনিধি দল নিয়ে আসবে ১০টি বিমান। বিশাল বহরটির সুরক্ষায় অন্তত ১২ দিন আগেই বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা দল। সম্মেলনকালে ওয়াশিংটনের একটা যুদ্ধজাহাজ, তিনটি ই-৩ নজরদারি বিমান এবং আরও তিনটি জ্বালানিপূর্ণ বিমান বুয়েন্স আয়ার্সে মোতায়েন থাকবে।

ছয় বিমানে করে আসবে সৌদির প্রতিনিধি দল। যুক্তরাজ্য ও অন্যান্য সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অনধিক একটি বিমান ব্যবহার করবেন।

সম্মেলনে সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেয়ার জোর প্রস্তুতি নিচ্ছে দেশগুলো। এ সম্মেলনে বিশেষ করে সৌদি যুবরাজ, ট্রাম্প, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নজর থাকবে বিশ্বের।

সম্মেলনে ট্রাম্প কিংবা এরদোগানের সঙ্গে দেখা না হলেও পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক হবে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কোভ এ তথ্য নিশ্চিত করেছেন। আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে এরদোগান ও ট্রাম্পের মতো প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না যুবরাজ।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসার পর এই দুই নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী হয়ে উঠেন তিনি। তবে শেষপর্যন্ত এমন কোনো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা যায়।

পেস্কোভ বলেন, পুতিনের সহযোগী ইউরি উশাকোভ সাংবাদিকদের বৈঠক নিয়ে বিস্তারিত জানাবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে তারা অবগত নন। পেস্কোভ বলেন, ‘আমাদের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র থেকে বৈঠক বাতিলের ব্যাপারে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।’

এছাড়া হোয়াইট হাউসের মুখপাত্র আগের দিনই তাকে বৈঠকের কথা নিশ্চিত করেছেন বলেও দাবি করেন পেস্কোভ। তবে রোববার ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন যে, রুশ-ইউক্রেনের রাজনৈতিক উত্তেজনায় তিনি এ বৈঠক বাতিল করতে পারেন।

Bootstrap Image Preview