Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৪৭ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১১:০৭ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

নিলফামারী জেলার ১৪ জন প্রার্থীরা হলেঃ

এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার (আওয়ামী লীগ), সাবেক রাষ্ট্রদূত আমিনুল হোসেন সরকার (আওয়ামী লীগ), বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী (বিএনপি),  আহমেদ বাকের বিল্লাহ মুন (বিএনপি)।

এছাড়া সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী (জাতীয় পার্টি), সাবেক মন্ত্রী মরহুম যাদু মিয়ার নাতি ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি (বাংলাদেশ ন্যাপ), আলহাজ্ব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ), সাইফুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সাবেক সংসদ সদস্য ড. হামিদা বানু শোভা (স্বতন্ত্র), নেনসি রহমান কবির (এনপিপি),ইউনুছ আলী (বাসদ), আব্দুস ছাত্তার (স্বতন্ত্র), এ মখদুম আলম মাশরাফি (স্বতন্ত্র) মনোনয়ন দাখিল করেন।

Bootstrap Image Preview