Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল   

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৩৬ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৩৬ AM

bdmorning Image Preview


ঝালকাঠির দুটি আসনে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ঝালকাঠি-১ আসনে ১২ জন এবং ঝালকাঠি-২ আসনে ৭ জন।  

যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেনঃ

এর মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বর্তমান এম.পি আওয়ামী লীগের বজলুল হক হারুন, বিএনপির ব্যারিস্টার মু. শাহজাহান ওমর বীর উত্তম ও রফিকুল ইসলাম জামাল। এছাড়া জাতীয় পার্টির এম.এ কুদ্দুস খান, ইসলামী আন্দোলনের মোহাম্মদ নুরুল হুদা ফয়েজী, ন্যাশনাল পিপল পার্টির প্রবীর কুমার মিত্র, জেপির এ্যাড. রুবেল হাওলাদার, ওয়াকার্স পার্টির আবুল হোসেন, স্বতন্ত্র  মো. মনিরুজ্জামান মনির, মো: ফয়জুল হক, মুহাম্মদ শাহ্ জালাল শামীম ও ইয়াসমিন আক্তার পপি।

ঝালকাঠি-২ ( ঝালকাঠি সদর-নলছিটি) আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এম.পি শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু, বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জিবা আমিনা খান, জাতীয় পার্টির এম.এ. কুদ্দুস খান, গণফোরামের জাহান শাহ্ কবির পারভেজ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও এনপিপির জাহাঙ্গীর হোসেন খান।   

Bootstrap Image Preview