Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে অর্ধেক অর্থ উপার্জন করে নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১০:২৯ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১০:২৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের নেতৃত্ব দেয়া যুক্তরাষ্ট্রে নারীরা পুরুষের চেয়ে অর্ধেক অর্থ উপার্জন করেন। এছাড়া পরিবার ও বাচ্চাদের দেখাশুনা করার সময়টিকে কোনো কাজের মধ্যে ধরা হয় না। গত ১৫ বছরের একটি জরিপে এমনটি উঠে এসেছে। যা বুধবার প্রকাশিত হয়েছে। নারী পুরুষের আয়ের এই বৈষম্য সাধারণ পার্থক্যের তুলনায় অনেক বেশি।

২০০১-২০১৫ সাল পর্যন্ত নারীদের আয়ের বিশ্লেষণ করে ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ‘ওম্যান’স পলিসি রিসার্চ’ এই তথ্য পেয়েছে। সেখানে দেখা গেছে পুরুষদের আয়ের চেয়ে নারীদের আয় ৪৯ শতাংশ কম। এখানে কাজের বাইরের সময়কেও হিসেবে ধরা হয়েছে। খবর রয়টার্সের।

ওম্যান’স পলিসি রিসার্চের প্রেসিডেন্ট এবং এই গবেষণার সহ-লেখক হেইদি হার্টম্যান এক বিবৃতিতে বলেন, নারী-পুরুষের বৈষম্য নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু আমাদের বিশ্লেষণে দেখা গেছে যে আমরা শ্রম বাজারে বেতন বৈষম্যের পরিমাণকে অবমূল্যায়ন করছি।

গবেষণায় বলা হয়েছে, এখনো শ্রমিকবাজার পুরুষদের অনুকূলে। তবে আগের চেয়ে নারী-পুরুষের মজুরির ব্যবধান কমেছে। ১৯৬৮-১৯৮২ সাল পর্যন্ত মূল্যস্ফীতি সমন্বয়কৃত আয় ছিলো ১৪ হাজার মার্কিন ডলার। সেখান থেকে বেড়ে ২০০১-২০১৫ সাল পর্যন্ত হয়েছে ২৯ হাজার মার্কিন ডলার।

এছাড়া ছুটি কাটানো ও অন্যান্য কারণে পুরুষের চেয়ে অর্ধেক গুরুত্ব পায় নারীরা। তাছাড়া ছুটি বা বন্ধের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের বেশি অবহেলা করে কোম্পানিগুলো। তবে বাচ্চা লালন পালন, চিকিৎসার মত কাজগুলোকে নারীদের কাজ হিসেবে ধরলে তাদের আয় অনেকগুণ বেড়ে যেত।

Bootstrap Image Preview