Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসি-পিকের গোলে শেষ ষোলোতে উঠল বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১০:১৮ AM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview


বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভিকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে গেলো বার্সেলোনা। এই ম্রাচে বার্সার হয়ে গোল করেছেন মেসি ও পিকে। এর আগে ন্যু ক্যাম্পে প্রথম লেগে মেসির হ্যাটট্রিকে পিএসভি আইন্দহোফেনকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সা।

পিএসভি তাদের ঘরের মাঠে এদিন বার্সাকে ভালো টক্কর দেয়। ম্যাচের প্রথমার্ধ থাকে গোল শুন্য। ১৬ মিনিটের মধ্যে দুটি গোলের সুযোগ পায় পিএসভি। ম্যাচের চতুর্থ মিনিটে পেরেইরোর ফ্রি-কিক দারুণ সেভ করেণ বার্সা গোল রক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। দ্বিতীয় বার ম্যাচের ১৬ মিনিটে পেরেইরোর জোরালো শট বার পোষ্টে লাগলে রক্ষা পায় বার্সা।

প্রথমার্ধেও একটি সুযোগ পেয়েছিল বার্সা। ম্যাচের ৩৫ মিনিটে কুতিনহোর শট ফেরে প্রতিপক্ষের এক ফুটবলারের গায়ে লেগে সেই বল পেয়েও গোল করতে পারেন বার্সা। ফলে ০-০ ব্যবধানে বিরতীতে যায় দুই দল। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে পিএসভি গোল মুখ খোলে বার্সা। ডেম্বেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মেসি।এই গোলে ক্রিস্টিয়ানো রোনালদোকে (১০৫, রিয়াল মাদ্রিদ) পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা (১০৬, বার্সেলোনা)।

৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে। মেসির ফ্রি কিকে স্পেনের এই ডিফেন্ডার পা ছোঁয়ালে বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।পিএসভির হয়ে ৮২তম মিনিটে একমাত্র গোলটি করেন ফ্রেঙ্কি দে জং।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে নক আউট পর্বে নিশ্চিত হলো বার্সেলোনার। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহাম। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিনে আছে ইন্টার মিলান। ১ পয়েন্ট নিয়ে তলানিতে পিএসভি।

 

Bootstrap Image Preview