Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আরো দীর্ঘ হলো বার্সার ইনজুরি তালিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ১১:১৪ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview


শনিবার রাতে আতলেতিকোর মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। পয়েন্ট খেয়ানোর এ ম্যাচে আরো একটি দুঃসংবাদ পেয়েছেন তারা। হাঁটুর চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন উরুগুইয়ান এই স্ট্রাইকার।

আতলেতিকো মাদ্রিদের রক্ষণাত্মক ফুটবলের বিপক্ষে শেষ দিকে উসমান দেম্বেলের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বার্সাকে। এই ম্যাচেই পুরোটা সময়ই খেলেছিলেন সুয়ারেজ। ম্যাচের পর তার ডান হাঁটুতে সমস্যা ধরা পড়ে। কাল বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়, হাঁটুর এই চোটে আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

বার্সার ইনজুরি তালিকায় সুয়ারেজ আছেন চার নম্বরে।শনিবার ওয়ার্ম-আপের সময় ঊরুতে চোট পেয়ে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ডাচ গোলকিপার ইয়াসপের সিলেসেন। চোটে আছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়াও। অস্ত্রোপচার করাতে হবে তার ডান হাঁটুতে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া সের্হি রবের্তোকেও তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন ফিলিপে কুতিনহো ও ইভান রাকিটিচ।

লা লিগায়  রবিবার সেভিয়ার কাছে শেষ্ঠত্ব হারিয়ে ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে বার্সা এখন টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ডাচ চ্যাম্পিয়ন পিএসভির মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

Bootstrap Image Preview