Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছবুরনের খবর নিচ্ছেন না কেউ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:০৬ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:৪১ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অসহায় ছবুরন নেছা (৪০) এর খবর কেউ নিচ্ছেন না। হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।

ছবুরন উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষনদিয়া গ্রামের চুন্নু মাতুব্বারের স্ত্রী। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তার পরিবার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২০ নভেম্বর) সকালে বিনোকদিয়া বাজারের চুন্নু মাতুব্বারের দখলকৃত একটি দোকানঘর ছোট লক্ষনদিয়া গ্রামের সূর্য মিয়া জবর দখলের চেষ্টা করে।

এসময় চুন্নু ও তার স্ত্রী সন্তানরা বাধা দিলে সূর্য মিয়া, কামাল মাতুব্বার, খায়রুজ্জামান ও ইউনুছসহ ১০/১২ লোক তাদের উপর হামলা চালায়। এতে চুন্নু মাতুব্বার, তার স্ত্রী ছবুরন নেছা, ছেলে আলামীনসহ একই পরিবারের ৫জন আহত হয়। এদের মধ্যে ছবুরন নেছাকে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চুন্নু মাতুব্বার অভিযোগ করে বলেন, বিনোকদিয়া বাজারের একটি দোকানঘর ১৫ বছর আগে হিরু ডাক্তারের কাছ থেকে আমি কিনেছি। এই দোকানঘর দখলে নেওয়ার জন্য সূর্য মিয়া একটি জাল দলিল করে জবর দখলের চেষ্টা করলে আমরা বাঁধা দেই। তখন তার লোকজন আমাদের উপর নির্মমভাবে হামলা চালায়। আমার স্ত্রী এখনও হাসপাতালে ভর্তি আছে।

এঘটনায় নগরকান্দা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

এবিষয়ে মিয়ার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

Bootstrap Image Preview