Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৩০০ বছর আগের অ্যাংলো-স্যাক্সন সেনার হেলমেট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৩:৩৮ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


অ্যাংলো স্যাক্সন যুগের সেনাবাহিনীর জেনারেল যে হেলমেট পরতেন তা নতুন করে তৈরি করেছেন ব্রিটেনের বিশেষজ্ঞরা।নতুন তিন কেজি ওজনের এ হেলমেট তৈরি হয়েছে একইভাবে ইস্পাত, চামড়া ও সোনা দিয়ে। 

ইংল্যান্ডের স্টাফোর্ডশায়ারে পাওয়া ১৩০০ বছর আগের অ্যাংলো-স্যাক্সন সোনার খাদে তৈরি এ হেলমেট প্রথমবারের মতো প্রকাশ্যে প্রদর্শিত হচ্ছে।

২০০৯ সালে একটি কৃষিভূমিতে মেটাল ডিটেক্টরের সাহায্যে এ অ্যাংলো-স্যাক্সন সোনার সন্ধান মেলে। একটি সমাধিতে পাওয়া সোনার সংগ্রহে চার হাজারের বেশি টুকরো ছিল। ১৩০০ বছর আগে এসব সোনা সমাধিতে দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।

ওই সময় হেলমেট ছিল অত্যন্ত বিরল এবং ওই ধরনের পাঁচটি অন্য অ্যাংলো-স্যাক্সন হেলমেট সংরক্ষিত রয়েছে।

অ্যাংলো স্যাক্সন হলো সেই জাতি যারা পঞ্চম শতাব্দি  থেকে গ্রেট ব্রিটেনের অধিবাসী। তাদের উৎপত্তি  জার্মান উপজাতি থেকে যারা ইউরোপ থেকে আসে। সেইসঙ্গে ব্রিটেনের আদিবাসী যারা তাদের সাংস্কৃতিক চর্চা গ্রহণ করে।

অ্যাংলো স্যাক্সনরা ১০৬৬ সাল পর্যন্ত ৫০০ বছর ধরে ব্রিটেন শাসন করেছিল নর্মানদের দ্বারা বিজয়ী হওয়ার পর।

স্টাফোর্ডশায়ারের সোনার সংগ্রহটি ২০০২ সালে ছোট্ট হ্যামারভিচ শহরের কাছে আবিষ্কৃত হয়। সোনার টুকরাগুলো পরীক্ষা-নিরীক্ষার দেখা যায় এর বেশিরভাগই ছিল সেইযুগের জেনারেল পর্যায়ের কারো হেলমেটের।বিশেষজ্ঞরা ১৮ মাস ধরে কাটিং এজ টেকনোলজি ও প্রাচীন ক্রাফট তৈরির কৌশল প্রয়োগ করে দুটি অভিন্ন রেপ্লিকা হেলমেট তৈরি করতে সক্ষম হন। গত ২৩  নভেম্বর থেকে এগুলো জনসাধারণের সামনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

প্রতিটি হেলমেটের ওজন তিন কেজি। এ গুলো  ইস্পাত, চামড়া, সোনা, রূপালি ধাতুপট্টাবৃত ব্রোঞ্জ এবং তামা থেকে তৈরি করা হয়েছে।

বার্মিংহাম জাদুঘরের ট্রাস্টের একজন মুখপাত্র জানান, আরো পাঁচটি অ্যাংলো-স্যাক্সন হেলমেট সেখানে সংরক্ষিত রয়েছে। এ ছাড়া রয়েছে আরো কয়েকটি হেলমেটের টুকরো।

তিনি বলেন, স্টাফোর্ডশায়ারের সোনার সংগ্রহ  শিরস্ত্রাণের মান, শৈলী এবং প্রসাধন কোনো রাজার ছিল। কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না যে এটি কার। 

Bootstrap Image Preview