Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুইজারল্যান্ডে গরুর শিং কাটার পক্ষে গণভোটে রায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১০:১১ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১০:১১ AM

bdmorning Image Preview


সুইজারল্যান্ডে গরু ও ছাগলের শিং কাটতে আর বাধা থাকলো না। শিং না কাটতে খামারিদের ভর্তুকি দেওয়ার প্রস্তাব এক গণভোটে খারিজ হয়ে গেছে। গতকাল রবিবারের গণভোটে শিং কাটার পক্ষে ৫৫ ভাগ মানুষ সমর্থন দিয়েছে। দেশটিতে শিং ওয়ালা গরু বিরল দৃশ্য। কারণ পশু খামারিরা গরু ছাগলের শিং কেটে দেন।

তাদের যুক্তি, তা না হলে নিজেদের মধ্যে গুঁতোগুঁতি করে অনেক পশু জখমের শিকার হয়। ফলে খামারের আর্থিক ক্ষতি হয়। এই প্রথা বহুদিন ধরেই চলছে। এটা বন্ধে গত আট বছর ধরে আরমিন কাপোল নামে এক পশুপ্রেমি কৃষক প্রচারণা চালাচ্ছেন।

পশু অধিকার আন্দোলনকারীরাও বলেন, শিং দিয়ে পশু তাদের শরীর চুলকায় এবং নিজেদের মধ্য যোগোযোগের কাজে ব্যবহার করে। দীর্ঘ প্রচারণার পর পশু অধিকার আন্দোলনকারী এবং পরিবেশবাদীদের সমর্থনে তিনি তার প্রস্তাবের পক্ষে এক লাখ স্বাক্ষর জোগাড় করে গণভোট আয়োজন করতে সরকারকে বাধ্য করেন। আরমিনের প্রস্তাবে শিং কাটা নিষিদ্ধ করার কথা ছিল না। তিনি প্রস্তাব করেছিলেন, গরু ছাগলের শিং কেটে ফেলা নিরুত্সাহিত করতে সরকার যেন খামারিদের নগদ অর্থ সহায়তা দেয়।

Bootstrap Image Preview