Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় আবারো রাসায়নিক হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ায় আবারো রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেশটিতে রাসায়নিক হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।  

সিরিয়ার রাস্ট্রীয় বার্তা সংস্থা সানা নিউজ এজেন্সি এবং যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। 

সানা নিউজ এজেন্সি বলছে, আলেপ্পোয় রাসায়নিক হামলায় আহত হয়েছে অন্তত ৭৩ জন। এদের অনেকের অবস্থাই গুরুতর। এখানে বিষাক্ত ক্লোরিন গ্যাসের হামলা করা হয়েছে বলে অভিযোগ। 

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিবের একটি স্কুলের পাশে রাসায়নিক হামলাটি হয়েছে। সেখানে একটি রকেট আঘাত হানে এবং ঘটনাস্থলে ৪ জনের মরদেহ পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে।

Bootstrap Image Preview