Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ পাকিস্তানে ৭ জন নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:৫১ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:৫১ PM

bdmorning Image Preview


পাকিস্তানে দীর্ঘ দিন ধরে কোন আন্তর্জাতিক সিরিজ হয়। শ্রীলংকার ক্রিকেটারদের উপর হামলা করার পর থেকে কোন দল পাকিস্তানে যেতে চাই না।সেই কেলেঙ্কারির কথা নাই বাদই দিলাম,এবার আরেক কেলেঙ্কারি জন্ম দিলো তারা।শিশুদের ক্রিকেট খেলা কেন্দ্র করে সাত জন নিহতের ঘটনা ঘটেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর সূত্রমতে, শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় অ্যাবোটাবাদের হাভেলিয়ান জেলার ঘড়ি পুলগ্রান গ্রামে দুটি দলে ভাগ হয়ে ক্রিকেট খেলছিল শিশুরা। খেলা নিয়ে হঠাৎ উত্তেজনা ছড়ালে দ্রুতই তা রূপ নেয় বিতণ্ডায়। এরই ধারাবাহিকতায় বেঁধে যায় সংঘর্ষ।

সংঘর্ষ বাঁধলে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এবং গোলাগুলি শুরু হয়। এতে ৭ জন নিহত হন। নিহতরা হলেন- রশিদ খান, সোহরাব খান, আশফাক খান, উসমান, মুখতিয়ার শাহ, আনোয়ার শাহ ও শওকত শাহ। এছাড়া শিশুসহ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।

এই ঘটনায় সেখানকার স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলেও দুই পক্ষের রক্তক্ষয়ী ও প্রাণক্ষয়ী সংঘর্ষ থামাতে পারেনি তারা। অ্যাবোটাবাদ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট ইজাজ খান জানান, ‘বাচ্চাদের ক্রিকেট ম্যাচ চলছিল। সেখানে দুই পক্ষ সামান্য ঝামেলা শুরু করে। তারপর থানায় আসে অভিযোগ দায়ের করার জন্য। পুলিশের পক্ষ থেকে দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু এক পক্ষ আচমকা বন্দুক বের করে গুলি করতে শুরু করে। তার পর অন্য পক্ষও গুলি ছোঁড়ে। থানা চত্বরেই সাতজন মারা যায়।’

Bootstrap Image Preview