Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

`আমাদের বিজয় সুনিশ্চিত'

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:৪৫ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৫:৪৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে পারলে এবং সরকার ও নির্বাচন কমিশন সেখানে বড় রকমের বাধা সৃষ্টি না করলে আমাদের বিজয় সুনিশ্চিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।

রবিবার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা চেষ্টা করছি শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে। সরকার ও নির্বাচন কমিশন সেখানে বড় রকমের বাধা সৃষ্টি না করলে আমাদের বিজয় সুনিশ্চিত।

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী ঘোষণা কখন হবে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ নির্বাচন কোনো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি যে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। আমরা বারবার একথা বলেই যাচ্ছি। আমরা নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রেখেছি, নির্বাচনে অংশ নিতে চাই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। নির্বাচন কমিশন ও সরকারের আচরণে এটা বুঝা যায়নি নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে তাদের কোনো আগ্রহ আছে। এখনও আমাদের নেতাদের গ্রেফতার করছে। যারা সম্ভাব্য প্রার্থী তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের সিনিয়র লিডারদেরও আটকে রাখা হয়েছে। তারপরও আমরা নির্বাচনের যে কাজগুলো আছে সেগুলো শেষ করছি।

গত চার দিন আমাদের, ২০ দলের ও ঐক্যফ্রন্টের প্রার্থীর সাক্ষাতকার হয়েছে। এখন আমরা এটাকে চুড়ান্ত করবো। আশা করছি একটা ঐক্যমতে আসবো।

তিনি আরো বলেন, ২৮ তারিখের মাঝে ইসিতে মনোনয়ন জমা দেয়া হবে।

বৈঠকে ড. কামাল হোসেন, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, মোস্তফা মহসিন মিন্টু, সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview