Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যবিপ্রবির ভর্তি পরীক্ষার ছয় ইউনিটের ফল প্রকাশ

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১১:০৫ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১১:০৫ AM

bdmorning Image Preview


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার এ, বি, সি, ডি, ই এবং এফ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। 

এর আগে শুক্রবার রাত ১২টার পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো: আনোয়ার হোসেনের নিকট ইউনিট সমন্বয়কারী কমিটির সদস্যবৃন্দ ফলাফল তুলেদেন।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে যবিপ্রবিতে এইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৪৩২জন আবেদন করেন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ৬৫জন। পাশ করেন তিন হাজার ৮৭জন। পাশের হার৩১.৬৬শতাংশ। 

বি ইউনিটে ১৮০টি আসনের বিপরীতে ১২হাজার ৭২জন আবেদন করেন। এরমধ্যে উপস্থিত ছিলেন আট হাজার ৭৪৯জন।পাশ করেন করেন তিন হাজার ১০জন। পাশের হার ৩৪.৪০ শতাংশ। সিইউনিটে ২৩৫টি আসনের বিপরীতে ১০হাজার ৬৪৩জন আবেদন করেন।উপস্থিত ছিলেন আট হাজার ৩৩৩জন। পাশ করেন চার হাজার ৭জন। পাশের হার ৪৮.০৮ শতাংশ। 

ডি ইউনিটে ৪০টি আসনের বিপরীতে ৪ হাজার ১৫৫জন আবেদন করেন। উপস্থিত ছিলেন দুই হাজার ৭০৩জন।পাশ করেন এক হাজার ৩২১জন। পাশের হার ৪৮.৮৭ শতাংশ। ই ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ৬১৪জন আবেদন করেন।এদের মধ্যে ৪৬৬জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পাশ করেন ২৯৪ জন। পাশের হার৬৩.০৯ শতাংশ।৩০টি আসনের মধ্যে ১৫টি আসন জাতীয়দল ও জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত খেলোয়াড় দ্বারা পূরণ করা হবে। বাকি ১৫টি আসন মেধাতালিকা থেকে পূরণ করা হবে। তবে খেলোয়াড় কোটার ১৫টি আসন পূরণ না হলে তা মেধাতালিকা থেকে পূরণ করা হবে।

এফ ইউনিটে ১৪০টি আসনের বিপরীতে ২হাজার ২৯০জন ভর্তি পরীক্ষার্থী আবেদন করেন। উপস্থিত ছিলেন এক হাজার ৫৬৮জন।পাশ করেন ৬৩৬জন। তাদের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখা হতে ৪৭৭ জন, বিজ্ঞান শাখা হতে ১২০ জন এবং মানবিক শাখা হতে ৩৯জন পাশ করেন। পাশের হার ৪০.৫৬ শতাংশ।

এবছর ৯১৫ আসনের বিপরীতে ৪৪ হাজার ২০৬জন আবেদন করেছেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৩১ হাজার ৮৮৪জন।পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল৭২.১২শতাংশ। 

এবছর ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৪টি বিভাগে মোট৮৭৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।এআসনগুলো ছাড়াও মোট আসনে মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্যকোটা সংরক্ষিত থাকবে।

গত ২২ ও ২৩ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষা শেষে এতো কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।

মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদের ফরম পূরণ এবং ভর্তি প্রক্রিয়ার সময়সূচি খুবই দ্রুতই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.just.edu.bdএবং ফেসবুকের www.facebook.com/justverifiedpage/থেকে জানানো হবে।

Bootstrap Image Preview