Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হলহলিয়া রাজবাড়ি থেকে ২০টি বিষধর দু'মুখো সাপ উদ্ধার

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:১০ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৯:১০ AM

bdmorning Image Preview


প্রাচীন লাউড় রাজ্যের রাজধানী সুনামগঞ্জের তাহিরপুরের হলহলিয়ার হাওলি দূর্গ ও ব্রাহ্মণগাঁও রাজবাড়ি থেকে দু'মুখো  বিষধর কালো সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) বিকেলে প্রত্নতত্ত্ব অধিদফতরের লোকজন খননকালে একের পর এক ২০টি বিষধর সাপ উদ্ধার করেন।

প্রত্নতত্ত্ব অধিদফতর চট্রগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান জানান, হলহলিয়ায় মাটির নিচে দেবে থাকা রাজবাড়ির একটি সীমানা প্রাচীর শনিবার বিকেলে খননকালে প্রত্নতত্ত্ব অধিদফতরের লোকজন এবং স্থানীয় শ্রমিকরা একে একে ছোট বড় ২০টি বিষধর সাপ উদ্ধার করেন।

তিনি আরো বলেন, এ ধরণের কিংবা অন্যান্য প্রজাতির আরো একাধিক সাপ রাজবাড়িতে থাকতে পারে।

স্থানীয় লোকজন জানান, প্রতিটি সাপ কালো রঙের ও দু থেকে দেড় ফুট লম্বা হবে, প্রতিটি সাপের সামনে ও পেছনে মুখ রয়েছে।

উদ্ধারকৃত সাপগুলো কোন প্রজাতির এ বিষয়ে স্থানীয় লোকজন কোন ধারণা দিতে পারেননি। পরবর্তীতে সাপগুলোকে মেরে মাটিতে পুতে রাখা হয়।
 

Bootstrap Image Preview