Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোনয়ন না পেলে অবসর নেয়া বা আত্মহত্যা?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ১০:৫৯ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ১০:৫৯ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের মনোনয়ন না পেলে নির্বাচন করবেনই আজিজুস সামাদ ডন। শেষ পর্যন্ত যোগ দিতে পারেন ঐক্যফ্রন্টেও। এমন গুঞ্জন নাকোচ করে দিয়েছেন প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন।

শনিবার (২৪ নভেম্বর) রাতে সিলেট নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, আমার রক্তে আওয়ামী লীগ, নেত্রীর প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল। তিনি যে সিদ্ধান্ত নেবেন, তা অমান্য করার কোনো অভিপ্রায় আমার নেই। কোনোকালে ছিল না; এবারও তার ব্যতিক্রম হবে না। এই রক্ত বেইমানি করতে জানে না।

এক প্রশ্নের জবাবে ডন বলেন, মনোনয়ন না পেলে দুটি কাজ করার আছে। অবসর নেয়া বা আত্মহত্যা করা। কিন্তু রাজনীতি থেকে আসলে অবসর নেয়া যায় না। আমিও অবসর নেব না। বাকি থাকলো আত্মহত্যা করা। আপনাদের কী মনে হয়, মনোনয়ন না পেলে আমি আত্মহত্যা করব?

কিছু কিছু সংবাদ মাধ্যমে মনোনয়ন না পেলে তিনি জাতীয় ঐক্যফ্রন্ট বা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বলে যে সংবাদ প্রকাশ করেছে তা দুরভিসন্ধি বলে উল্লেখ করেছেন তিনি।

ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ডন বলেন, তারা নিশ্চয় কোনো ক্লু পেয়ে লিখেছেন বা কেউ তাদের বিভ্রান্ত করেছেন। গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা মনে রেখেও লিখতে পারেন।

ডন বলেন, এসব নিয়ে আমি বা আমার দলীয় হাইকমান্ড মোটেও বিভ্রান্ত নয়। আমি তাদের সঙ্গে বিশেষ করে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করি। দলীয় হাইকমান্ড চাইলে আমি ঢাকায় সংবাদ সম্মেলন ডেকে নিজের অবস্থান ব্যাখ্যার প্রস্তাব দিলে ‘দরকার নেই’ বলে উড়িয়ে দেন তারা।

ডন আরও বলেন, নেত্রীর নির্দেশের বাইরে কখনো পা ফেলিনি। আমার রক্তে আওয়ামী লীগের আদর্শ মিশে আছে। দলীয় শৃঙ্খলার প্রতি বরাবর অনুগত ছিলাম, এখনো আছি।

Bootstrap Image Preview