Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির সম্ভাব্য প্রার্থী কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ১০:৩৯ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ১০:৩৯ PM

bdmorning Image Preview


নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিউল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী।

শনিবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ-উর-রহমান আসামি রবিউলকে কারাগার পাঠানোর আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

শাহবাগ থানার এই নাশকতার মামলা ছাড়াও একই থানার অপর এক নাশকতা মামলায় রবিউলকে গ্রেফতার দেখানোর আবেদনসহ রিমান্ড আবেদন করা হয়। আবেদনের ওপর আগামী ৬ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৯ নভেম্বর রাতে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করে।

এরপর গত ২০ নভেম্বর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Bootstrap Image Preview