Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবা প্রচারে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ'

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ১০:০৬ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ১০:০৮ PM

bdmorning Image Preview


ফরিদপুরে 'উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার প্রচার-প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) দুপুরে ফরিদপুর জেলা লিগ্যাল এইডের আয়োজনে জেলা জজ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর লিগ্যাল এইডের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ, জেলা লিগ্যাল এইড অফিসার নওরীন আক্তার কাঁকন, জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব মোহাম্মদ নাঈম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংবাদিক পান্নাবালা, জাহিদ রিপন, শফিকুর রহমান, রেজাউল করিম, সঞ্জিব দাস, মনিরুল ইসলাম টিটো, মনিরুজ্জামান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সরকার নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান বিষয়টি সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এতে সারাদেশের হত দরিদ্র মানুষ আইন সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই লিগ্যাল এইডের মাধ্যমে মিমাংসা-নিস্পত্তি করা হচ্ছে। শুধু সচেতনতার অভাবে এ সুযোগ পাওয়া থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। এ ক্ষেত্রে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

এ কর্মশালায় বিচারক বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলার সংবাদকর্মী, আইনজীবী, পুলিশ এবং আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যরা অংশ নেন।

Bootstrap Image Preview