Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাদুল্লাপুর ইউনিয়নে চালু হচ্ছে অনলাইনভিত্তিক গ্রাম আদালত সেবা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) সকাল ১১ টার সময় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

এসময় তিনি বলেন, গ্রাম আদালত সেবা এখন আরো সহজ হয়ে গেছে। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত চালু হচ্ছে। সেখানে গিয়ে যেকোন ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারবেন। এছাড়াও আমরা পাইলট প্রোগ্রাম হিসেবে সাদুল্লাপুর ইউনিয়নে অনলাইন ভিত্তিক গ্রাম আদালত সেবা চালু করেছি। একে একে আমরা প্রতিটি ইউনিয়নে অনলাইন ভিত্তিক গ্রাম আদালত সেবা চালু করবো। এই অনলাইন সেবাটি মোবাইল অ্যাপস্ অথবা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ঘরে বসে অথবা যেকোন জায়গা থেকেই অভিযোগ এন্ট্রি করতে পারবেন। সেক্ষেত্রে অর্থ ও সময় দু'টোই বেঁচে যাবে। ইউএনও এবং চেয়ারম্যান এই অনলাইন সেবা সবসময় মনিটরিং করবেন।

তিনি আরও বলেন, গ্রাম আদালতে শতভাগ সুষ্ঠু বিচার হয়। আপনারা ছোটখাটো বিরোধের ব্যাপারে থানায়-কোর্টে যাবেন না। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে স্বল্প খরচে ন্যায় বিচার পাওয়া যায়। গ্রাম আদালত নিয়ে কোন আপত্তি বা কুটক্তি করলে শাস্তির বিধান রয়েছে। যদি এমন কিছু পাওয়া যায় তাহলে আইনের আওতায় আনা হবে।

ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সির সভাপতিত্বে ও গ্রাম আদালত বিষয়ক প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ সগীর আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে গ্রাম আদালত বিষয়ক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের চাঁদপুর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস। 

সভায় আরও উপস্থিত ছিলেন, পাঠান বাজার আবেদীয়া উবির প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন ঢালী, সাধারণ সম্পাদক আরিফুল হক খোকা, গ্রাম আদালত সহকারী মমিন হোসেন, প্রযুক্তি প্রতিষ্ঠান দেশী সিস্টেমস্ লিঃ এর সিটিও মোঃ তাজুল ইসলাম, সফ্টওয়্যার ইঞ্জি. আব্দুল্লাহ আল মামুন’সহ সকল ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Bootstrap Image Preview