Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে ১০ জন আহত 

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০১:২৩ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০১:২৯ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে পাইওনিয়ার পোশাক কারখানার শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে ১০ শ্রমিক আহত হয়েছে

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় শ্রীপুর-মাওনা সড়কের ফকিরবাড়ী মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, রিয়াদ হোসেন (১৮), নাহিদ আলম (২১), সাদিকুল ইসলাম (৩৭) ও আজিজুল হক (৩৫) সহ ছয়জনকে শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গুরুতর আহত সাদিকুল ও আজিজুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমীন জানান, ময়মনসিংহের স্কয়ার মাষ্টারবাড়ী এলাকার পাইওনিয়ার পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শ্রমিকবাহী একটি বাস (নং টাঙ্গাইল ব-৩৫৩) শ্রীপুরের কলেজপাড়া এলাকার নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী কারখানার সামন থেকে সকাল ৭টায় ছেড়ে যায়। পরে শ্রীপুর চৌরাস্তা পার হয়ে ফকিরবাড়ী মসজিদের কাছে আসা মাত্রই চালক নিয়ন্ত্রণ হারালে বাস সড়কের পাশে উল্টে যায়। এতে ১০ শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদরেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে।  

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া জানান, দুর্ঘটনায় চার শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দু’জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। গুরুতর আহত সাদিকুল ও আজিজুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview