Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে বাস খাদে পড়ে মেডিকেল অফিসার নিহত 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০১:১৪ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০১:১৪ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার নামকস্থানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে সাফি কামাল চৌধুরী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফি কামাল চৌধুরী বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের ডা. মুজিবুর রহমান চৌধুরীর পুত্র । তিনি বর্তমানে শেভরন বাংলাদেশের মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। 

গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাউছার মাহমুদ তোরন জানান, সকালে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেট যাচ্ছিল। পথে মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ওই বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র গিয়াস উদ্দিন জানান, উদ্ধার কাজ চলছে। মোট কয়জন মারা গেছেন এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Bootstrap Image Preview