Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিয়েতনামে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনসহ নিহত ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৮:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের বিনহ ফুয়োক প্রদেশে একটি পেট্রোলবাহী ট্যাংকারে আগুন ধরে গেলে অন্তত ছয় জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে একটি পরিবারের চার সদস্য রয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সময় ভোর চারটার দিকে চোন থানহ্ জেলায় তিন চাকার একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে তেলবাহী ট্রাকটির সংঘর্ষ ঘটলে এ অগ্নিকাণ্ড ঘটে। সংঘর্ষের পর তেলবাহী ট্যাংকারটি লাফিয়ে উঠে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। খুঁটিটিও পড়ে যায়।

ট্রাকের পেট্রোলগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে এবং রাস্তার পাশের ১৬টি বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির বাসিন্দারা এ সময় ঘুমিয়ে ছিল। এরপর এক ঘণ্টার বেশী সময় চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।

ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview