Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় জাকের পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৫:১০ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৫:১২ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথা জাকের পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা জাকের পার্টির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। এর আগে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন, জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মো. মশিউর রহমান জাদু মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি সাহিদ আলী সিকদার, আঃ মান্নান মিয়া, সাধারণ সম্পাদক আইয়ুব আলী ঠাকুর, ওলামাফ্রন্টের সভাপতি মাওলানা নুরুদ্দিন মোল্যা, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, উপজেলা যুবফ্রন্টের সাধারণ সম্পাদক তৈয়াব আলী সর্দার, ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাধারণ সম্পাদক বেনজামিন হায়দার বেনু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমুখ।

এসময় ৮ ইউনিয়নের জাকের পার্টির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, সকল মানুষের শান্তির জন্য বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ১৯৮৯ সালে জাকের পার্টি প্রতিষ্ঠা করেন। জাকের পার্টির নীতি আদর্শ্য সকল রাজনৈতিক দলের চেয়ে একটু ভিন্ন। কারণ জাকের পার্টি খুন রাহাজানি ও অনৈতিক কর্মকান্ড পছন্দ করে না। জাকের পার্টির মূল উদ্দেশ্যে হচ্ছে নবী (সাঃ) এর সত্যের তরিকা মানুষের মাঝে পৌঁছে দেওয়া।

Bootstrap Image Preview