Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জিতল ব্রাজিল, ইনজুরিতে মাঠ ছাড়ল নেইমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১০:২৮ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ১০:২৮ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার ভোরে রিচার্লিসনের একমাত্র গোলে ক্যামেরুনকে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এটি ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের টানা দ্বিতীয় জয়।একই সোথে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর টানা ছয় ম্যাচ জিতল ব্রাজিল। তবে এ ম্যাচে অস্বস্থি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। কারণ ম্যাচের শুরতেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছে তারকা নেইমারকে।

ম্যাচ শুরুর ৮ মিনিটের মাথায় ইনজুরিতে পড়েন তারকা নেইমার। ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। এই ফরোয়ার্ডের বদলি হিসেবে মাঠে নামেন রিচার্লিসন।  প্রথম ম্যাচে নেইমারের একমাত্র পেনাল্টি গোলে জিতেছিল ব্রাজিল।

২১ মিনিটে ছোট ডি-বক্সের মধ্যে গোলরক্ষককে একেবারে একা পেয়ে গিয়েছিলেন রবার্তো ফিরমিনো। কিন্তু তার শট ফিরিয়ে দেন সেই গোলরক্ষক ওনানা। ৪৫তম মিনিটে ব্রাজিলকে আর আটকে রাখতে পারেননি ওনানা। কর্নার থেকে লাফিয়ে উঠে দারুণ এক হেডে জাল খুঁজে নেন রিশার্লিসন।

দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের শট ফেরে পোস্টে লেগে। আর্থারের দূরপাল্লার শট বাধা পায় ক্রসবারে। ফলে বাকি সময়ে আর গোল পায়নি ব্রাজিল। ফলে ১-০ ব্যবধানে ম্যাচ শেষ হয়।

নেইমারের চোট গুরুতর নয় বলে মনে করছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার, ‘সে অস্বস্তি অনুভব করছে। মূল্যায়ন ও স্ক্যান করার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন হবে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, চোটটা গুরুতর নয়।’ 

Bootstrap Image Preview