Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৯:০১ AM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৯:০১ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে শরাফত হোসেনের বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাব-৬। বুধবার সকাল ৮টার দিকে অভিযান শুরু করা হয়। এর আগে ভোর ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। বাড়িটির মালিকের নাম সরাফত হোসেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. মাসুদ আলম। তিনি জানান, কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে অভিযান চালানো হবে।

র‌্যাব কমান্ডার মাসুদ আলম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফত হোসেনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এরপর ভোরে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে।

ঝিনাইদহ র‌্যাব কমান্ডার মাসুদ আলম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফত হোসেনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। ভোরে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে।

এদিকে র‌্যাব-৬’র কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব ঘটনাস্থলে উপস্থিত আছেন। খুলনা থেকে বোমা নিষ্ক্রিয় দল রওনা হয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview