Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যৌনতার জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


যৌনতার ফলে কর্মীদের কর্মক্ষমতা বাড়ে- এমন ধারণার ভিত্তিতে বছরে অতিরিক্ত ৪ দিন ছুটির কথা ঘোষণা করেছে ব্রিটেনের একটি সেক্স টয় নির্মাতা প্রতিষ্ঠান। 

ব্রিটেনের সেক্স টয় নির্মাতা প্রতিষ্ঠান লেলো’র মতে, কোনও কর্মীকে শুধুমাত্র যৌন সুখের জন্য ছুটি দিলে তার মধ্যে আনন্দ বাড়ে এবং চাপ কমে। যা শেষ পর্যন্ত কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এ ক্ষেত্রে কোনও ব্যক্তির পার্টনার না থাকলেও তিনি যৌনতার সমান সুফল পান বলে সংস্থাটির দাবি।

লেলো-ই বিশ্বের প্রথম সংস্থা যারা কর্মীদের যৌনতার জন্য ছুটি বরাদ্দ করল। শুধু তাই নয়, দেশজুড়ে অন্য সংস্থাগুলিতেও এই ব্যবস্থা চালু করার দাবি করেছে তারা। এটি চালু হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে দাবি সংস্থাটির।

এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে ব্রিটেনে একটি সমীক্ষা চালিয়েছিল লেলো। এতে দেখা গেছে, যৌনতার পরে প্রতি ৫ জন ব্রিটিশের মধ্যে ৪ জনই নিজেদের চাপমুক্ত ও খুশি বলে জানিয়েছেন। ব্যক্তিগত খুশি তাদের কর্মদক্ষতা বাড়িয়ে দেয় বলেও সমীক্ষায় জানিয়েছেন ৯৪ শতাংশ ব্রিটিশ নাগরিক।

Bootstrap Image Preview