Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাসে সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২১৪ জন

মোঃ জুয়েল রানা,  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:২৬ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৫:২৬ PM

bdmorning Image Preview


কুমিল্লার তিতাসে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দ্বিতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২শ' ১৪ জন পরীক্ষার্থী। আজ সোমবার প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার্থীদের উভয়েরই বাংলা পরীক্ষা ছিল।

তিতাস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পাওয়া তথ্যমতে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মোট ৪ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩ হাজার ৯শ' ৩৬ জন এবং অনুপস্থিত ১শ' ৫৩ জন। অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় মোট ৫শ' ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪শ' ৫১ জন এবং অনুপস্থিত ৬১ জন।

এ বছর তিতাসে ১৬টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, তিতাস উপজেলায় এবারে ৪ হাজার ৬৪১ জন ছাত্র-ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ৪ হাজার ৮৯ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী (এইসি) পরীক্ষায় ৫শ' ৫২ জন। আগামী ২৬ নভেম্বর সমাপনী পরীক্ষা শেষ হবে। 

Bootstrap Image Preview