Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাজারে প্রি-বুকিং শুরু হুয়াওয়ে মেট ২০ প্রো ফোনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৭:৪০ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৭:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশের বাজারে হুয়াওয়ের বছরের আলোচিত ফ্লাগশিপ স্মার্টফোন মেট ২০ প্রো এর প্রি বুকিং শুরু হয়েছে। প্রি-বুকিং চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

প্রি-বুকিংয়ে গ্রাহকদের জন্য উপহার হিসেবে আকর্ষণীয় ওয়ারলেস চার্জার, ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা, জেবিএল স্পিকার, প্রিমিয়াম সার্ভিস কার্ড, গ্রামীণফোনের ইন্টারনেট বান্ডেল অফারও রয়েছে। 

দেশে হ্যান্ডসেটটির দাম ৮৯ হাজার ৯৯০ টাকা। আপাতত, এমারলড গ্রিন ও টুইলাইট এ দুই কালারের সেটটি পাওয়া যাবে দেশব্যাপী হুয়াওয়ের সিলেক্টেড ব্র্যান্ডশপগুলোতে।

৯ হাজার টাকা অগ্রিম দিয়ে প্রি-বুকিং করা যাবে। এছাড়াও অনলাইনে পিকাবু, গ্রামীণফোন এবং গেজেট অ্যান্ড গিয়ারের আউটলেটগুলাতেও প্রি-বুকিং এর সুবিধা রয়েছে।

১৬ অক্টোবর লন্ডনে ও ২৬ অক্টোবর চীনের সাংহাইয়ের বেশ জমকালো অনুষ্ঠানে উম্মোচিত হয় মেট সিরিজের ফোন মেট ২০ প্রো। বৈশ্বিক বাজারে উন্মোচনের পর এবার বাংলাদেশের বাজার উন্মক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির এ স্মার্টফোনটি। 

ফোনটি  হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৯৮০ চিপসেট এ তৈরি। আর প্রসেসরটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে। মেট ২০ প্রো ফোনে থাকছে ৪২০০ এমএএইচ ব্যাটারি। আছে অত্যাধুনিক লাইকা ট্রিপল লেন্স ক্যামেরা। যার একটি ৪০ মেগাপিক্সেল, একটি ৮ মেগা পিক্সেলের টেলিফটো এবং অন্যটি ২০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা।

Bootstrap Image Preview