Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গ্রাহকের ব্যক্তিগত যেসব তথ্য চুরি করছে পাঠাও অ্যাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ১০:৫২ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ১০:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও ব্যবহারকারীর মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য গোপনে হাতিয়ে নিচ্ছে। এই অ্যাপ ব্যবহারের ফলে ব্যক্তির মোবাইল ফোনে থাকা মেসেজ, নম্বরসহ অন্যান্য সব ব্যক্তিগত তথ্য গ্রাহকদের অজান্তে পাঠাও’র কাছে চলে যাচ্ছে। এমনকি তারা নিজস্ব সার্ভারে সেগুলো সংরক্ষণও করছে। গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন তথ্যই পাওয়া গেছে। এভাবে দেশের প্রায় ১০ লাখ মোবাইল ব্যবহারকারীর মোবাইলে থাকা ব্যক্তিগত তথ্য গোপনে এখন পাঠাও-এর হাতে।

তবে আপনি জানেন কী পাঠাও অ্যাপ কিভাবে আপনার গোপন তথ্য চুরি করছে?

লোকেশন

এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন? জিপিএস এর মাধ্যমে এই অ্যাপ আপনার অবস্থান জানতে পারবে।

ফোন

আপনার স্মার্টফোনের অপারেটিং সিস্টেম, কনফিগারেশন, ব্র্যান্ডের মতো তথ্যগুলো জানতে পারবে।

স্টোরেজ

স্মার্টফোনের স্টোরেজে থাকা ছবি, ভিডিওসহ যে কোনো ধরনের ফাইল দেখতে পারবে। চাইলে সেগুলো সম্পাদনা বা মুছে ফেলতে পারবে।

এসএমএস

প্রিয় বন্ধুকে আপনি কি এসএমএস লিখছেন? ব্যাংক থেকে এসেছে লেনদেনের তথ্য? এমন সব এসএমএসই পড়তে পারবে।

ক্যামেরা

আপনার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও তুলতে পারবে।

অন্যান্য

স্মার্টফোনে ব্যবহৃত ব্রাউজারের তথ্য সংগ্রহ করতে পারবে। কোন মোবাইল সংযোগ ও ইন্টারনেট ব্যবহার করছেন তাও জানতে পারবে পাঠাও অ্যাপ।

Bootstrap Image Preview