Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বল্প দামে বাজারে এল শক্তিশালী ব্যাটারির ফোন মটো ই৪ প্লাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৯:০৪ PM
আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ০৯:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশের বাজারে ‘মটো ই৪ প্লাস’ মডেলের বাজেট স্মার্টফোন নিয়ে এসেছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ফোনটির প্রধান বৈশিষ্ট্য, এতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ১৭ নভেম্বর, শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১১ হাজার ৯৯০ টাকা মূল্যের এই ফোনটিতে রয়েছে টর্বো চার্জিং সিস্টেম, দ্রুত কর্মক্ষতাসম্পন্ন, দৃষ্টিনন্দন লাউড স্পিকার।

নতুন এ ফোনটির বিষয়ে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘মূলত ফোরজি ইন্টারনেট ব্যবহারকারী, নিয়মিত ভ্রমণকারী, ইয়াং এক্সিকিউটিভ এবং মোবাইলে যারা নিয়মিত গেম খেলেন তাদের কথা চিন্তা করেই মোটো ই৪ প্লাস মডেলের ফোনটি নকশা করা হয়েছে। ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও ৩জিবি র‌্যাম ব্যবহার করায় ব্যবহারকারীরা দির্ঘক্ষণ বিনোদন নিতে ও গেম খেলতে পারবেন।’

তিনি আরও জানান, ফোনটিতে ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করায় টানা ১৮ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব। ফোনটিতে অ্যানড্রয়েড ৭.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আছে ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল।

এতে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়েছে। কিন্তু এক্সটার্নাল স্টোরেজ হিসেবে ১২৮ জিবি পর্যন্ত মাক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

মটোরোলার নতুন ফোনটিতে অটো ফোকাসড, এলইডি ফ্ল্যাশ সম্পন্ন ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। আর সামনে ব্যবহার করা হয়েছে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাতে এলইডি ফ্ল্যাশ ও সুন্দর সেলফি তোলার জন্য বিউটিফিকেশন মুড ব্যবহার করা হয়েছে।

Bootstrap Image Preview