Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির সঙ্গে সংঘর্ষে হাসপাতালে ভর্তি ১৯ পুলিশ-আনসার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৯:৩০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে মতিঝিল জোনের এসি মিশু বিশ্বাসহ পুলিশের ১৬ জন ও আনসার বাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন। হামলায় আহত অন্যদের মধ্যে রয়েছেন ডিএমপি মতিঝিল জোনের এডিসি শিবীল নোমান ও এসি (পেট্রোল) ইলিয়াস। আহত অন্যদের নাম পাওয়া যায়নি।

বুধবার দুপুরে সংঘর্ষের পর ওই ১৯ জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আজ তৃতীয় দিনের মতো মিছিল নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন মনোনয়নপ্রত্যাশীরা। এ সময় পুলিশের পক্ষ থেকে দলটির নেতাকর্মীদের সড়ক থেকে চলে যেতে বলা হয়। কিন্তু পুলিশ একপর্যায়ে ব্যর্থ হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির একাধিক নেতাকর্মী আহত হন। পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের আশায় বুধবার সকাল ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। বেলা ১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে। এ সময় সংঘর্ষ বেধে যায়। কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। পুলিশ মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিএনপি কর্মীরা। এ সময় বেশ কয়েকজন আহত হন।

সংঘর্ষের ঘটনায় আহত ডিএমপি মতিঝিল জোনের এসি মিশু বিশ্বাস বলেন, ‘মারামারি যখন শুরু হয় তখন বিএনপি নেতাকর্মীদের হামলায় কোমড়ে ও পায়ে আঘাত পাই। পরে পুলিশের এপিসি গাড়িতে প্রবেশ করলে নেতাকর্মীরা সেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে সেই গাড়ি নিয়ে চালক কাকরাইলের দিকে চলে আসে।’

এদিকে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় শোডাউন করা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এমনটি না করতে সতর্ক করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির আদেশে বলা হয়, ‘তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র গ্রহণ বা জমা দেয়ার সময় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনসহকারে মিছিল ও শোডাউন করা হচ্ছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০০৮-এর ৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।’ ইসির এ আদেশ আসার পরদিনই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিএনপির নেতাকর্মীরা।

Bootstrap Image Preview