Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন বছরের শুরুতেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:১০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:১০ PM

bdmorning Image Preview


এক বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার নির্বাচন হওয়ার কথা থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিছিয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ২৫ জানুয়ারি নির্বাচন হবে বলে জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এ প্রসঙ্গে খোকন বলেন,‘আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এক বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার পরিচালক সমিতির নির্বাচন হয়। আমরা সব সময় তা পালন করে আসছি। কিন্তু এবার তা পেছাতে হচ্ছে। ডিসেম্বরে নির্বাচনটি হচ্ছে না। সে ক্ষেত্রে আমরা জানুয়ারিতে নির্বাচন করব।’

তিনি আরো বলেন,‘জাতীয় সংসদ নির্বাচনের সময় কেপিআইভুক্ত এলাকায় কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচন হওয়ার নিয়ম নেই। তাছাড়া সংসদ নির্বাচন নিয়ে সারা দেশের মতোই আমাদের চলচ্চিত্র পরিচালক,শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত থাকবেন। তাই আমরা কার্যনির্বাহী পরিষদের সঙ্গে কথা বলে নির্বাচন পিছিয়ে দিচ্ছি।’

সমিতির নির্বাচন নিয়ে বিভ্রান্তির জবাবে খোকন বলেন,‘ডিসেম্বরের শেষ শুক্রবার নির্বাচন হচ্ছে বলে অনেকেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আসলে তা নয়, জাতীয় নির্বাচন মাথার ওপর রেখে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন হবে না।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। তিনটি প্যানেল থেকে আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব নির্বাচনে অংশ নেন। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব পদে নির্বাচিত হন।

চলতি বছরে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও শাহ আলম কিরণ-সাফিউদ্দিন সাফি দুটি প্যানেল আলোচনায় আছে। নির্বাচনে একেকটি প্যানেলে ১৯টি পদের জন্য নির্বাচন করবেন প্রার্থীরা। মোট ভোটার সংখ্যা ৩৬৫ জন।

Bootstrap Image Preview