Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বিউটি সার্কাস’ নিয়ে আসছেন জয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:২০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview


এতদিন বেশ ফুরফুরে মেজাজেই সময় পার করছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কারণ সম্প্রতি তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দারুণ সাফল্য পেয়েছে।

মাহমুদ দিদারের পরিচালনায় আসছে নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’। ছবিটির শুটিং শেষ হলেও এখন সেটি সম্পাদনার টেবিলে রয়েছে। গত সোমবার (১২ নভেম্বর) নতুন সিনেমাটির ডাবিংয়ের কাজ শুরু করেছেন নায়িকা।

সিনেমাটি প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, 'এক শীতে এই সিনেমাটির শুটিং শুরু করা হয়েছিলো এবং অন্য শীতে চলছে তার ডাবিং। সিনেমাও শেষের দিকে আছে। এ মাসের শেষের দিকে একটা ক্যাম্পেইন করবো। নতুন বছরে নতুন সম্ভাবনার আকারে এই ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে।'

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্পকে অবলম্বন করে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। এমনকি সার্কাস পুড়িয়ে দেয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্পটি এই সিনেমাটির মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

জয়া আহসান বলেন, 'এটি আমার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর একটি কাজ। আসলে অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আগে কোনোদিন যাননি এবং এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয় যার অভিজ্ঞতাটাও আপনার কাছে একেবারে নতুন।'

তিনি আরো বলেন, 'একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল, যা কিনা সার্কাস- প্রদর্শনকারী সেজে একটি সার্কাসের স্টেজে! সার্কাসের এই পুরো অভিজ্ঞতাটাই ছিল আমার জন্য সম্পূর্ণ নতুন। কারণ এর আগে সামনে থেকে কখনো দেখার সুযোগ হয়নি।'

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই ছবির শুটিং। নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল মঞ্চে জয়া সেজেছিলেন এক সার্কাসকন্যা। ময়ূরের রঙিন পালকের হ্যাট মাথায়, ঘাড়ে বসে থাকা পোষা পায়রা নিয়ে ঝলমলে পোশাকের চরিত্রটিতে কোন ধরণের স্ট্যান্টম্যান ছাড়াই ৬০ ফুট উপরে দড়ির ওপর হেঁটেছেন এই অভিনেত্রী। হাতি, ঘোড়া এবং ভালুকের সঙ্গেও মিশেছেন খুব স্বাভাবিকভাবে।

ছবিটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, তৌকির আহমেদ ও এবিএম সুমন এবং বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন হুমায়ূন সাধু। সরকারি অনুদানের এই সিনেমাটির  প্রযোজনা ও সহযোগী হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্ম।

Bootstrap Image Preview