Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শিল্পকলায় অনুষ্ঠিত হল বিশ্বসাহিত্য পরিক্রমার তৃতীয় পর্ব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১১:১৩ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১১:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্ব-সাহিত্যের আলোকিত অংশ এবং সৌন্দর্যকে শিল্পসমঝদার ও সাহিত্যপ্রেমীদের সামনে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে “বিশ্বসাহিত্য পরিক্রমা” পাক্ষিক আয়োজনের তৃতীয় পর্ব। উক্ত পর্বে আলোচনা হয়, ফারসি সাহিত্যের অতীত ও বর্তমান চর্চা এবং বাংলাদেশে ফারসি সাহিত্যের অবস্থান বিষয়ে।

আজ সোমবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সেমিনার হলে অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান এ কথা বলেন।

আলোচনায় তিনি বলেন, “বাংলাদেশে তথা বাঙালি সংস্কৃতি ও সাহিত্যে ফারসি সাহিত্যের ব্যাপক প্রভাব রয়েছে। এদেশের মানুষ ঊনিশ শতকের গোড়ার দিক থেকেই রুমি, শেখ সাদী, ওমর খৈয়াম, হাফিজ, রুদাকি, ফেরদৌসী, নেজামী, জামী এবং ফরিদ উদ্দিন আত্তার এর রচনার সাথে পরিচিত। এদেশে সুফি ভাবধারার বিকাশ ঘটে ফারসি সাহিত্যের মাধ্যমে। ফারসি সাহিত্য বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে তার সৌন্দর্য এবং মানবতাবাদের প্রসাদগুণে”।

কালচারাল অফিসার সৌম্য সালেকের সঞ্চালনায় আয়োজিত পাক্ষিক এ সাহিত্য আয়োজনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনম ভূইয়া, প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব শওকত ফারুক, প্রযোজনা বিভাগের পরিচালক জনাব ড. কাজী আসাদুজ্জামান এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক জনাব মোঃ জসিম উদ্দিন। বিশ্বসাহিত্যের এ আয়োজন উপভোগ করেন প্রায় একশজন সাহিত্যমোদী ও শিল্পানুরাগী।

অনুষ্ঠানে বক্তারা জানান, সাহিত্যের সাথে মানুষের ইতিহাস, প্রথা, সংগ্রাম ও সম্প্রীতির গভীর যোগসূত্র রয়েছে, এজন্য সার্বিক সমাজচিত্রের শিল্পরূপকে উদ্ভাবনের প্রয়োজনে সাহিত্য দর্পণ হিসেবে কাজ করে। সাহিত্য নির্দিষ্ট ভাষিক অঞ্চলের সংস্কৃতির অনিবার্য অনুষঙ্গ এবং সংস্কৃতির গতিশীল ধারাবাহিকতার নিবিড় পাঠ। মানুষের জীবনের সাথে গভীর প্রচ্ছন্নতায় যে শিল্প নিরন্তর খেলা করে সাহিত্য হচ্ছে সেই অনাবিষ্কৃত শিল্পের প্রমিত ভাষণ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেই শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে।

Bootstrap Image Preview