Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আ.লীগের কাছে ১০০ আসন চেয়ে দরকষাকষি করবে জাতীয় পার্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে। তবে সম্মানজনক আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে যাবেন।

সোমবার (১২ নভেম্বর) বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, এবারের নির্বাচনেও আমরা লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করব। আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়েছি। আমরা চাই আওয়ামী লীগ আমাদের সম্মানজনক আসন বরাদ্দ দেবে।

জাতীয় পার্টির এই নেতা বলেন, আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি- জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়।

ঐক্যজোট ভোটে আসায়, পূর্বঘোষণা অনুযায়ী এখন মহাজোটের হয়ে ভোটে যাবে জাতীয় পার্টি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে তফসিল পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

তিনি বলেন, আমাদের দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়, এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমরা সম্মানজনক আসন চাইছি। এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।

Bootstrap Image Preview