Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে ভুয়া ডাক্তার গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM

bdmorning Image Preview


নোয়াখালী জেলা শহরের হাসপাতাল সড়কের পাশে হাউজিং এস্টেট অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। 

সুধারাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদারের নেতৃত্বে রবিবার রাতে আবুল কাশেম নামে ঐ  ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের জেল দেয়া হয়।

ভুয়া ডাক্তার আবুল কাশেম দীর্ঘদিন ধরে হাউজিং মাতৃছায়া হাসপাতাল (প্রা.) লি. এবং সোনাপুর জননী ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা কাজ চালিয়ে আসছিলেন। তিনি পিজিটি (মেডিসিন), এমডি চর্ম-যৌন, এলার্জি, ডিএমইড (আল্ট্রাসনোগ্রাফি), বিএমডিসি, রেজি-৪৮৬১৯, মিটফোর্ড হাসাপাতাল, ঢাকা এবং নিজেকে ডাক্তার ইসমে আজম চৌধুরী এমবিবিএস, এসএসএমসি, পিজিটি (মেডিসেন), এমডি (চর্ম ও যৌন রোগ), ডিএমইউ (আল্ট্রা), নোয়াখালী পরিচয় দিয়ে প্যাড ব্যবহার করে নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। তিনি লক্ষীপুর জেলার কমল নগরের নুরুজ্জামানের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন ক্লিনিকে অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview