Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মা বলতেন, পায়ে ময়লা আর আমি দেখতাম জান্নাত: শামীম ওসমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১০:৩০ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১০:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, মাদকের কারণে শিক্ষার্থীদের স্বপ্ন বৃথা যেতে দেব না। সব বাবা-মা নিজেদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। তারা যেন মাদকের সংস্পর্শে না যায় সেদিকে নজর রাখবেন।

রবিবার বিকেলে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে অ্যাডভেঞ্জার ল্যান্ড পার্কে নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন ইউনিটির উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, একটি শ্রেণি আছে, যারা আমাদের স্বপ্নকে ধংস করতে চায়। যারা দেশে মাদক ছড়িয়ে দিয়েছে তারাই ওই শ্রেণি। তাই মা-বাবাদের বলব আপনাদের স্বপ্নকে দেখে রাখবেন। বিশেষ করে মা-বোনদের কাছে অনুরোধ থাকবে আমার জন্য দোয়া করবেন।

নিজের মাকে স্মরণ করে শামীম ওসমান বলেন, আমার মা জীবিত থাকা অবস্থায় প্রতিদিন পায়ের তলায় চুমু দিতাম। সেখানে আমি জান্নাত খুঁজতাম। মা বললেন, পায়ে ময়লা আর আমি সেখানে দেখতাম জান্নাত। তাই সবাইকে বলব মা-বাবাকে সম্মান করবে।

তাহলে আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না। আমি ভোট চাই না। শুধু দোয়া চাই। যাতে আমার মৃত্যুর পর আপনারা হাত তুলে বলতে পারেন, আল্লাহ শামীম ওসমানকে মাফ করে দিও।

তিনি আরও বলেন, গত ৫ বছরে সাড়ে ৭ হাজার কোটি টাকার কাজ করার পরও আমার মন ভরেনি। শিশুদের জন্য কিছু করতে পারিনি। এবার এমপি হলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে আন্তর্জাতিক মানের স্কুল-কলেজ গড়ে তুলব।

নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন ইউনিটির উপদেষ্টা মোমেন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সেক্রেটারি ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এনায়েতনগরের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক ও সাধারণ সম্পাদক এমএ মান্নান প্রমুখ।

Bootstrap Image Preview