Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বামী হত্যার দায়ে পরকিয়া প্রেমিকের ফাঁসি, স্ত্রীর যাবজ্জীবন

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৮:৪১ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৮:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী


ঝালকাঠিতে স্বামী হত্যার দায়ে পরকিয়া প্রেমিকের ফাঁসি ও স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের খোকন হাওলাদার ও পারুল বেগম। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন বলে সরকারি কৌঁসুলি এ্যাড আবদুল মান্নান রসুল জানিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৬ ফ্রেব্রুয়ারি মধ্যরাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের নাসির উদ্দিনকে স্ত্রী পারুল বেগম ও তাঁর পরকিয়া প্রেমিক খোকন হাওলাদার কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই সোহরাব হাওলাদার বাদী হয়ে পরের দিন ৭ ফেব্রুয়ারি কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview