Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে ব্যানার ফেস্টুন প্লে-কার্ড বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৮:২২ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৮:২২ PM

bdmorning Image Preview


সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

নির্বাচন কমিশনের নির্দেশনায় গাজীপুরের শ্রীপুরে ব্যানার ফেস্টুন প্লে-কার্ড বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

আজ রবিবার সকাল ১০টা থেকে শ্রীপুর উপজেলা প্রশাসন শ্রীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার জানান, নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনায় এ অভিযান শুরু হয়েছে । ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে ।

প্রথম অবস্থায় হালকা বিলবোর্ড, প্লে-কার্ড, ফেস্টুন উচ্ছেদ করা হচ্ছে । যাদের নামে বিলবোর্ড এবং ফেস্টুন রয়েছে তাদেরকে নিজ নিজ দায়িত্বে সেসব তুলে নিতে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেগুলো সরিয়ে ফেলা হবে ।

উপজেলা প্রশাসনের বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা-কর্মচারীরা উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন।
 

Bootstrap Image Preview